নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৬৫। সংসদ-প্রতিষ্ঠা
(১) "জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে নাগরিকতন্ত্রের
আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে:
তবে শর্ত থাকে যে, সংসদের আইন-দ্বারা যে কোন ব্যক্তি বা
কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান,
উপ-আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের
ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।
(২) প্রত্যেক উপজেলায় একটি আসন হইতে, [...]১
প্রথম ধাপে, স্থানীয় সরকারের তৃণমূলের সর্বনিম্ন ইউনিট অর্থাৎ ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও মেম্বারদের কর্তৃক প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী সকল
প্রার্থী হইতে দুজন প্রার্থী নির্বাচিত হইবেন,
দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে নির্বাচিত প্রার্থীদের উপজেলার সকল ভোটার
কর্তৃক প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত [...]২ সদস্য
লইয়া এবং এই অনুচ্ছেদের (৩) দফায় বর্ণিত সদস্যদিগকে লইয়া সংসদ গঠিত হইবে; সদস্যগণ সংসদ-সদস্য বলিয়া অভিহিত হইবেন।
[(৩) ত্রয়োদশ
হইতে সপ্তদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ৮০টি সংরক্ষিত আসন থাকবে এবং প্রতি
পাঁচটি জাতীয় সংসদ নির্বাচন পর সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি বা সংরক্ষিত আসনের
সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করিতে পারিবে।
(ক) ৮০টি সংরক্ষিত আসনের এক বা একাধিক শ্রেণী ও
উপশ্রেণী থাকিবে, এবং তাঁহারা আইনানুযায়ী
শ্রেণী বা উপশ্রেণীর সদস্যদের ]৩
ভোটের মাধ্যমে নির্বাচিত হইবেন:
তবে শর্ত থাকে যে, এই দফার কোন কিছুই এই অনুচ্ছেদের (২) দফার
অধীন কোন আসনে কোন শ্রেণী বা উপশ্রেণীর সদস্যদের নির্বাচন নিবৃত্ত করিবে না।
(খ) সংরক্ষিত আসনের শ্রেণী,
(১) আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (নারী/পুরুষ) আসন,
(২) আঞ্চলিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট,
(৩) বাংলাদেশ উদ্যোক্তা, সামাজিক ব্যবসা, কো- অপারেটিভ সোসাইটি এবং শ্রম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতিদ্বয়।
(৪) তেরটি নারী আসন (আঞ্চলিক পরিষদে দুই টার্মের সাবেক চেয়ারম্যান)।
(৫) তিনটি প্রতিবন্ধী আসন,
(৬) একটি তৃতীয় লিঙ্গ বা হিজরাদের আসন,
(৭) সাতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আসন,
(৮) বিশটি উদ্যোক্তা আসন,
(৯) দুইটি জলবায়ু ও পরিবেশবিদের আসন,
(১০) চারটি শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার আসন,
(১১) তিনটি ভিসি আসন।
(১২) তিনটি সংরক্ষিত স্টুডেন্ট আসন,
[(৩ক)]৪
(৪) সকল
সংসদ-সদস্যদের পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হইবে, একজন সংসদ-সদস্য একটি শ্রেণীর অন্তর্ভুক্ত হইবেন। শ্রেণী
গঠনে,
(ক) সরকারি রাজনৈতিক দল বা জোট, অন্যূন ১৪০ জন সংসদ-সদস্য অন্তর্ভুক্ত হইবেন।
তবে শর্ত থাকে যে, অন্য সকল শ্রেণীর হইতে সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্য অন্তর্ভুক্ত হইবে।
(খ) বিরোধী রাজনৈতিক দল বা জোট, অন্যূন ৭৫ জন সংসদ-সদস্য অন্তর্ভুক্ত হইবেন।
তবে শর্ত থাকে যে, অন্য সকল শ্রেণীর হইতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্য অন্তর্ভুক্ত
হইবে।
(গ) অন্যান্য রাজনৈতিক দল বা জোট, অন্যূন ৪৫ জন সংসদ-সদস্য অন্তর্ভুক্ত হইবে, না থাকিলে যে শ্রেণীতে
সর্বনিম্ন সংসদ-সদস্য থাকিবে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হইবে।
(ঘ) স্বতন্ত্র সাংসদ, অন্যূন
৪০ জন সংসদ সদস্যের সমর্থন থাকিতে হইবে, না থাকিলে যে শ্রেণীতে সর্বনিম্ন সংসদ
সদস্য থাকিবে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হইবে।
(ঙ) সংরক্ষিত সাংসদ, অন্য কোনো শ্রেণীর
অন্তর্ভুক্ত হইতে পারিবেন না।
(চ) সংখ্যাগরিষ্ঠ সাংসদের শ্রেণীতে সমসংখ্যক
সংসদ-সদস্যদের সমর্থন থাকিলে, লটারির মাধ্যমে সরকারি দল নির্ধারণ করা হইবে।
(৫) উপজেলা ব্যতীত কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভায় সংসদের আসন থাকিবে না।
(ক) এই সংবিধানের তফসিল অনুযায়ী উপজেলার সীমানা নির্ধারিত হইবে।
(৬)
রাজধানীতে সংসদের আসন থাকিবে।
(৭) সংসদ-প্রতিষ্ঠায় সংসদ নির্বাচন এবং সাংসদের শপথ, পদত্যাগ ও অপসারণ পদ্ধতি, পদমর্যাদা, কার্যবলি, দায়িত্ব ও কর্তব্য, এবং অধিকার এই সংবিধানের তফসিল অনুযায়ী হইবে।
“১। একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে”,
“২। তিন শত”, “৩। সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের
প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করিয়া পঁচিশ বৎসরকাল অতিবাহিত হইবার অব্যবহিত
পরবর্তীকালে সংসদ ভাংগিয়া না যাওয়া পর্যন্ত পঞ্চাশটি আসন কেবল মহিলা-সদস্যদের জন্য
সংরক্ষিত থাকিবে এবং তাঁহারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক
প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য”,”৪। (৩ক) সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ প্রবর্তনকালে
বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত প্রত্যক্ষ
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত তিন শত সদস্য এবং (৩) দফায় বর্ণিত পঞ্চাশ
মহিলা-সদস্য লইয়া সংসদ গঠিত হইবে”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"